১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করলো ভারতীয় ক্রিকেট বোর্ড - লাল সবুজ

শিরোনাম

বিজ্ঞাপন দিন

Ads

বিজ্ঞাপন দিন

Ads

সোমবার, ১৫ এপ্রিল, ২০১৯

১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করলো ভারতীয় ক্রিকেট বোর্ড



নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার পর তৃতীয় দল হিসেবে ইংল্যান্ড বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে ভারত। আজ সোমবার এবারের বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরে প্রথমবারের মতো নেতৃত্ব দিবেন বিরাট কোহলি। গত এক বছর নিয়মিত স্কোয়াডে খেলা প্রায় সব ক্রিকেটার বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা দলকেই মূলত ধরে রেখেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ঋষভ পন্থের বদলে দলটিতে জায়গা করে নিয়েছেন দিনেশ কার্তিক।
সোমবার মুম্বাইয়ে সাংবাদিক সম্মেলন করে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেন্টারে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেন নির্বাচক কমিটির প্রধান এমএসকে প্রসাদ। তার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের কমিটি ছাড়াও এসময় উপস্থিত ছিলেন অধিনায়ক বিরাট কোহলি ও কোচ রবি শাস্ত্রী।
আগামী ৩০ মে থেকে ইংল্যান্ড-ওয়েলসে বসছে বিশ্বকাপের ১২তম আসর। স্বাগতিক ইংলিশদের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হয়ে পর্দা নামবে জুলাইয়ের ১৪ তারিখে ফাইনালের মধ্য দিয়ে।

২০১৯ বিশ্বকাপে ভারতীয় স্কোয়াড:

বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, বিজয় শঙ্কর, মহেন্দ্র সিং ধোনি, কেদার জাদব, দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ জাদব, ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ শামি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বিজ্ঞাপন দিন

Ads