তুমি
আধুনিক
-
আমিনুল
ইসলাম আকাশ
তুমি দেখেছো সকালের শেষ মুহুর্ত
যখন দিন দুপুরকে ছুই ছুই,
তুমি দেখোনি রক্তিম সূর্যের উঠে আসা
কুয়াশা ভেজা শীতের সকাল
তোমার জামাহীন দেহ অনুভব করেনি
সিক্ত বাতাসের স্তব্ধ ভোর
তোমার কান শুনেনি কখনো
ভোরের আযান আর দোয়েলের সুর।
তুমি দেখেছো ঘন কালোমেঘে ঢাকা আকাশ
ধুসর আর নীল শেষে গোধূলী বেলা
দেখনি শতকষ্ট নিয়ে ছুটে চলা সন্ধার
আকাশে পাখির দল।
দেখনি পূর্ব আকাশে মিটিমিটি করে
জ্বলা সন্ধা তারাকে
খোলা আকাশের নিচে সবুজ ঘাসের উপর
শুয়ে
কখনো আকাশের বাকা চাঁদ দেখোনি
শুননি গভীর রাতে ভদ্র নগরীর
হাহাকার।
চড়েছো দামি গাড়িতে নয়তো কোন বাহনে
সময় বাচবে তোমার সম্মান রটবে সেই
আশায়
খোজনি সবুজ মাঠের বাকাপথে বহুদুর
হেটে যাওয়ার স্বাদ
শিশির মাখা সবুজ ঘাসে খালি পায়ের
ছাপ ফেলনি
ভাসাওনি তোমার শরীর নদীর ঘোলা জলে
যদি ডুবে যাও, উঠতে না পারো সেই ভয়ে
তুমি ডুবে গেছো, ভুলে গেছো কিসে
শান্তি
সবই অযথা, সময় নষ্ট , তোমার ভাবনা
ভাবেনা
তুমি সময়ের রাস্তায় এক ব্যস্ত পথিক
কারণ তুমি আধুনিক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন