এসেছে বৈশাখ
আমিনুল ইসলাম আকাশ
স্বপ্নময় নতুন সূর্যের আলোয়
আলোকিত হোক বাঙালির মন
প্রাণে প্রাণে লাগুক খুশির দোলা
বছর ঘুরে আবার এসেছে বৈশাখী মেলা ।
কৃষকের গোলাভরা সোনা ধানে
বটের ছায়ায় রাখালের গানে গানে,
বৈশাখ এসেছে বাঙালির ঘরে ঘরে
পান্তা লংকা ইলিশ খাই মনভরে ।
শিশুর নরম গাল সাজে শিল্পীর আল্পনায়
বাহারি ফুলের মেলা বসে রমণীর খোঁপায়,
জীর্ণতাকে দূরে ঠেলে নববর্ষের আহ্বান
কোটি প্রাণেতে জাগে সম্প্রীতির জয়গান ।
নাগরদোলা আর পুতুল নাচে,
বৈশাখের মেলা হাজার রঙে সাজে,
কালবৈশাখী ঝড়ের শীতল জলে
চৈত্রে তৃষ্ণার্ত বাংলার প্রাণ ভিজে ।
শতকষ্ট কালিমা ভূলে
আঁধার দলে আলোর চরণ ফেলে
নতুন জামা নতুন গানে
মেতে উঠি নতুনের আহবানে ।
ধর্ম বর্ণ ভেদাভেদ ভূলে
চলো সবে যাই বটতলে
উৎসবে মাতুক বাঙালির মনপ্রাণ
চলো সবে গাই বাংলার জয়গান ।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন